উদ্ধার করা ইয়াবার একাংশ। ছবি; ডিএমপি নিউজের।

রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন শেখ আক্কাস, মো. তুহিন ও আব্দুল মোন্নাফ।

শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শাহবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম জানান, কয়েকজন মাদক কারবারি শাহবাগ থানার তোপখানা রোড এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আক্কাস, তুহিন ও আব্দুল মোন্নাফকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ইয়াবা কারবারের সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।