নৌ পুলিশের হেফাজতে অবৈধ জাল। ছবি: পুলিশ নিউজ

মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে ৪ বস্তা অবৈধ কারেন্ট জাল এবং ৫ হাজার ৭০০টি ববিন জব্দ করেছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মুন্সিগঞ্জ সদর থানাধীন বিনোদপুর আদারিয়াতলা এলাকা থেকে এসব জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক দাম ৫৭ লাখ ৫০ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।