চাঁদপুর জেলার আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২৫ কেজি জাটকা জব্দ করেছেন।
আজ ৩০ জুন আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম মেঘনা নদী এবং এর বিভিন্ন শাখায় অবৈধ জালবিরোধী এই অভিযান চালায়।
জব্দ করা জালের আনুমানিক মূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা এবং যার আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ টাকা।
পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়।