ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানার অভিযানে ৫ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডির ৪ নম্বর রোডের ১৮ নম্বর বাসার সামনে থেকে আসামি রায়হানুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নাফ জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে করা মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।