মায়ের সারা জীবনের সঞ্চয় কেড়ে নেওয়ায় দুই ছেলে ও বউদের কারাগারে পাঠাল কুড়িগ্রামের রাজারহাট থানার পুলিশ।
জানা গেছে, রাজারহাট থানার ওমরমজিদ ইউনিয়নের বাসিন্দা ছালেহা বেগমের (৭৪) দুই ছেলে জাবেদ আলী ও সাদেক আলী তাঁর সারা জীবনের সঞ্চয় ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেন এবং তাঁকে বাড়ি থেকে বের করে দেন।
রাজারহাট থানা-পুলিশ এ খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ছালেহা বেগমের অভিযোগ আমলে নিয়ে তাঁর দুই ছেলে এবং তাঁদের স্ত্রী মোসা. জেসমিন বেগম ও স্বপ্না বেগমকে পিতা-মাতার ভরণপোষণ আইনের আলোকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
পুলিশ প্রাথমিকভাবে আরও জানতে পারে, ছালেহা বেগমের জমিজমা যা ছিল, সবই তাঁর সন্তানেরা নানাভাবে নিজেদের নামে লিখে নেন। শুধু তা-ই না, দুই ছেলে ও বউয়ের মিলে ছালেহা বেগমের ওপর নানা মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন।
পিতামাতার ভরণপোষণ আইনের আলোকে কুড়িগ্রামের রাজারহাট থানা-পুলিশ ছালেহা বেগমের ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।