মাদারীপুর সদর থানাধীন ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সোমবার বৃক্ষরোপণ হয়েছে।
এ কর্মসূচিতে অংশ নিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)।
কর্মসূচির অংশ হিসেবে এসপি বিদ্যালয় চত্বরে একটি জলপাই গাছের চারা রোপণ করেন। ওই সময় বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।