পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের ছাতক থানা-পুলিশের অভিযানে ১৪৪ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (২৮ মে) ছাতক থানাধীন মণ্ডলীভোগ গ্রামের গণেশপুর খেয়াঘাট থেকে আসামি সুশীল দাশকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

ছাতক থানার উপপরিদর্শক (এসআই) এস এম মাইনুল ইসলাম জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।