পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৮ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর থানাধীন আব্দুর জহুর সেতুর টোল বক্সের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. ইয়াসিনের (২৪) বাড়ি জেলার বিশ্বম্ভরপুর থানাধীন জালালপুর গ্রামে।

সুনামগঞ্জ ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ চৌধুরী দিপন জানান, সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।