কুড়িগ্রামের উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্তকেন্দ্রের অভিযানে ৩০ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের মুসল্লিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আসামি মো. জাইদুল ইসলামকে (৩৫) ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, আসামির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।