
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। বাঙালি বীরের জাতি, বাঙালি জয়ী জাতি। ১৬ ডিসেম্বরের বিজয়ের চেতনা বুকে ধারণ করে বাঙালির এই জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
এ সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপির সব পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান আইজিপি। এই প্রক্রিয়া অব্যাহত রাখতে সিএমপিসহ অন্য সব ইউনিটকে আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন তিনি।
এর আগে চট্টগ্রাম পুলিশ লাইনসের ড্রিলশেডে মঙ্গলবার সকাল ৯টায় পুলিশের সব ইউনিট ও ফোর্সের সমন্বয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) এবং বিভিন্ন ইউনিট থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


