বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২০ হাজার টাকা উদ্ধার করেছে জামালপুরের সরিষাবাড়ী থানা-পুলিশ।
থানা-পুলিশ জানায়, স্বপনা খাতুন (২৩) নামের এক নারী গত ১৫ এপ্রিল সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে তিনি উল্লেখ করেন, পিন নম্বর হ্যাক করে তাঁর বিকাশ পারসোনাল থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
ওই অভিযোগের ভিত্তিতে সরিষাবাড়ী থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বরগুনা জেলাধীন বামনা থানা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করে। পরে জিডি করা স্বপনা খাতুনের পক্ষ থেকে একজন সেই টাকা বুঝে নেন।