বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০২টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার (২ জুন) নগরীর কোতোয়ালি থানাধীন কালিজিরা ব্রিজের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. জসিমের (২৮) বাড়ি ঝালকাঠির নলছিটি থানা এলাকায়।
বিএমপি ডিবির উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন জানান, আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।