বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ জুলাই) দিবাগত রাতে কাউনিয়া থানাধীন ভাটিখানা পান্থ সড়কের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. নিজাম হাওলাদার (৪৩) ও মো. মনির বেপারী (২১)। তাঁদের বাড়ি নগরীর কাউনিয়া থানা এলাকায়।
তাঁদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।