বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএমপি উপকমিশনার উত্তর কার্যালয়ে রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপকমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা।
ওই সময় সভাপতি বিগত মাসের অপরাধ তথ্য পর্যালোচনা করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি ও জঙ্গিবাদ সংক্রান্ত আগাম তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।