বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইনসে বিএমপিতে কর্মরত পুলিশের নায়েক, কনস্টেবল পদের সদস্যদের সপ্তাহব্যাপী বাধ্যতামূলক দক্ষতা উন্নয়ন কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিএমপি অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
প্রশিক্ষণে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও পেশাদারত্ব বজায় রেখে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
তৃতীয় ব্যাচের এই কোর্স সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাডমিন/পিএমটি/ফোর্স) মো. রেজাউল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ার) জাহিদ বিন আলমসহ অন্যান্য কর্মকর্তা।