বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। বিএমপি পুলিশ লাইনসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।
সভার শুরুতে পুলিশ সদস্যগণের কল্যাণে বিগত মাসের আবেদনের পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। এ ছাড়া চলতি মাসে আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।
বিগত মাসের কাজের স্বীকৃত হিসেবে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া বিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক আব্দুস সালাম মল্লিক, এএসআই মো. দেলোয়ার হোসেন, কনস্টেবল মো. জাহাঙ্গীর হোসেন ও মো. ফারুক মিয়াকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
বিএমপির উপপুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার (সিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) মো. আব্দুল ওয়ারেস, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অ্যাডমিন/ফোর্স) এস এম কামরুজ্জান পিপিএম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) সমীর সরকার এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।