বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
বিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)।
সভায় গত জুন মাসের অপরাধচিত্রের সঙ্গে আগের মাস এবং আগের বছরের সংশ্লিষ্ট মাসের অপরাধচিত্রের তুলনামূলক পর্যালোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বিএমপি কমিশনার।
এ সময় মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভ টিজিং, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা, জাতীয় জরুরি সেবা, সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে দিকনির্দেশনা দেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স, ক্রাইম অ্যান্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন, উপপুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, পুলিশ সুপার (সিআইডি বরিশাল) মো. কামরুল ইসলাম, র্যাব-৮-এর উপঅধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।