বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার সদস্যরা অভিযান চালিয়ে ৪২০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
সোমবার (৫ জুন) কাউনিয়া থানাধীন জানুকি সিংহ রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মোহাম্মদ নূর আহম্মদের (৪৮) বাড়ি কক্সবাজারের টেকনাফ থানা এলাকায়।
তাঁর বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।