বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে নগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন কাউনিয়া থানা এলাকার মো. কালাম মোল্লা (৫৫) ও মোসা. কুলসুম বেগম (৪২)। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামসুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।