বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ওপেন হাউজ ডে শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএমপির উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম (সেবা)।
ওপেন হাউজ ডের শুরুতেই শতভাগ জবাবদিহি নিশ্চিত করতে বিগত ওপেন হাউজ ডেতে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কী ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন, সে সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পড়ে শোনানো হয়।
পরবর্তী সময়ে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির কাছে নানা বিষয়ে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি উত্থাপিত সব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন, যার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠেয় ওপেন হাউজ ডেতে আসা সবার সামনে পর্যালোচনা করা হবে।
প্রতি মাসের ১০ তারিখ বিএমপির এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে হয়।