বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার সদস্যরা ৫৫০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
বুধবার (৪ অক্টোবর) নগরীর এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের উত্তর রহমতপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. মাহমুদুল হক মাইদুলের (৪২) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকায়।
তাঁর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।