বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার নিয়মিত মাসিক আয়োজন ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে এয়ারপোর্ট থানা চত্বরে এ আয়োজন শুরু হয়, যা শেষ হয় দুপুরে।
ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি ছিলেন বিএমপির উপকমিশনার (উত্তর) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা।
শতভাগ জবাবদিহি নিশ্চিতে ওপেন হাউজ ডের শুরুতেই বিগত ওপেন হাউজ ডেতে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত সব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পদক্ষেপ গ্রহণ এবং তার বাস্তবায়নের একটি বিবরণী পাঠ করে শোনানো হয়।