গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস থেকে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
বগুড়া রিজিওনের গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ বুধবার পৌনে ৮টার দিকে তাঁদের গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে মাদকদ্রব্য উদ্ধারের জন্য চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। ওই সময় পঞ্চগড় থেকে ময়মনসিংহগামী শামীম এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
ওই দুজন হলেন বগুড়ার সাবগ্রাম এলাকার মো. নাসিম (২০) ও মো. সামসুল (৪১)। তাঁদের কাছে থাকা স্কুলব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।