সিলেট জেলার বালাগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
আজ ১৩ জুন সিলেটের বালাগঞ্জ থানা-পুলিশের একটি আভিযানিক দল এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা অর্থদণ্ড, ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ১০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্তসহ মোট ৫টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. উজ্জল মিয়াকে (৩৮) সিলেট শহরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়।