আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ কারেন্ট জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

চট্টগ্রামের বারআউলিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে প্রায় তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম ৬ নভেম্বর নদী ও সমুদ্র উপকূলে অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লাখ ৯৩ হাজার ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ৯৪ লাখ ১৫ হাজার টাকা।

এ ছাড়া ৩ লাখ ১০ হাজারটি চিংড়ি রেনু জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো অসহায়দের মাঝে বণ্টন করা হয় এবং চিংড়ি রেনু সমুদ্রে অবমুক্ত করা হয়।