বান্দরবানে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন) অভিযান চালিয়ে ১০৫ লিটার দেশীয় চোলাই মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বান্দরবান সদর থানা এলাকায় ১০ অক্টোবর (বুধবার) রাতে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. জাকির হোসেন (২৬) ও রাজু বিশ্বাস (২৫)।
২ এপিবিএন জানায়, বান্দরবানের মেঘলায় ২ এপিবিএনের রিয়ার হেডকোয়ার্টার্সের একটি দল ১০ অক্টোবর বান্দরবান সদর থানায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর থানার মাঝের পাড়া বাজারে লামা পাড়া ব্রিজের ওপর সিএনজিচালিত অটোরিকশায় মদ কেনাবেচা হচ্ছে। এই খবরের ভিত্তিতে রাত সোয়া ৮টার দিকে লামাপাড়া ব্রিজের ওপর অভিযান চালিয়ে জাকির ও রাজুকে ১০৫ লিটার চোলাই মদ, সিএনজিচালিত একটি অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বান্দরবানের বিভিন্ন স্থান থেকে দেশীয় চোলাই মদ মাদক ব্যবসায়ীদের কাছে কেনাবেচা করে আসছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বান্দরবান সদর থানায় মামলা হয়েছে।