বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহত সেনাসদস্য হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে তাঁর কবরে শ্রদ্ধা, দোয়া ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। খবর বাংলানিউজের।
শুক্রবার গুলিবিনিময়ে নিহত হন হাবিবুর। তাঁর বাড়ি পটুয়াখালী পৌরসভার বহালগাছিয়ায়। ৫ ফেব্রুয়ারি (শনিবার) ডিআইজি এস এম আক্তারুজ্জামান হাবিবুরের বাড়িতে যান। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান প্রমুখ।
বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, দেশের জন্য সেনাসদস্য হাবিবুর রহমান নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর ত্যাগ দেশ ও জাতি চিরদিন স্মরণ করবে।
এর আগে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে সন্ধ্যায় পটুয়াখালী লঞ্চ টার্মিনালে নিম্ন আয়ের শীতার্ত ও অসহায় তিন শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন ডিআইজি।