রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার সদস্যরা।
ডিএমপি জানায়, শুক্রবার (১০ জুন) রাতে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে আসামি মো. শরীফ ও মো. দেলোয়ার হোসেন দুলালকে গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।