ডিএমপি নিউজঃ রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আবুল হোসেন (২৭) ও মোঃ নাসির (৩০)।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম-বার ডিএমপি নিউজকে বলেন, গত ১০ মে ২০২১ (সোমবার) ১৯.০৫ টায় বাড্ডা থানার দক্ষিণ আলমনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।