কুড়িগ্রামের রাজিবপুর থানা-পুলিশের অভিযানে ১০ ফুট লম্বা গাঁজা গাছসহ তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে চর রাজিবপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি অন্তর আলীর বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন অন্তর আলী, জামাল মিয়া ও দুলাল দে। তাঁদের প্রত্যেকের বাড়ি রাজিবপুর থানা এলাকায়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে কৌশলে বাড়ির উঠানে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজিবপুর থানা-পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। এ সময় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।