ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা-পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাঞ্ছারামপুর থানাধীন আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি হামিদুল ইসলামের (২১) বাড়ি রংপুরের গঙ্গাচরা থানা এলাকায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।