কুমিল্লার বাঙ্গরা বাজার থানা-পুলিশের অভিযানে ৩ হাজার ইয়াবা বড়ি, ২ লাখ ৯৫ হাজার টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) মুরাদনগর উপজেলার নগরপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. জসিম (৩৫), আব্দুল কাদের (৫৫) ও তাসফিয়া আক্তার হ্যাপি ওরফে জোনাকী (২৫)।
বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।