যশোরের বাঘারপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাঘারপাড়া থানার পুলিশ গতকাল রোববার এই অভিযান চালায়।
বাঘারপাড়া থানা সূত্র জানায়, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিকনির্দেশনায় বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে থানার কয়েকজন অফিসারের নেতৃত্বে বেশ কয়েকটি টিম গতকাল রোববার গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান চালায়।
অভিযানে বাঘারপাড়া থানার বিভিন্ন গ্রাম থেকে ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মো. ফেরদৌস মোল্লা, মো. রেজা, মো. ইউনুছ আলী, মো. খায়রুল ইসলাম, সুকুমার সরকার, চন্দ্রনা রানী সরদার, আশুতোষ সরকার ও অর্চনা সরকার।
পরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।