যশোরের বেনাপোল উপজেলার শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শার্শার চালিতাবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পয়সা গ্রামের মৃত সামাদ দেওয়ানের ছেলে জামাল দেওয়ান (৪৮)। মাদক কারবারির কাছ থেকে ৭৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর মাদক কারবারি পালিয়ে যায়।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (এসআই) আলহাজ আলী, এএসআই আবেদুল ইসলাম, এএসআই আবু সাঈদ সরকারের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে চালিতাবাড়ীয়া গ্রাম থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে শার্শা থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।