চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (৩১ মে) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে আসামি সাইফুল আলম ওরফে জজকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের জানান, একটি মামলায় আসামির ১ বছরের সাজা এবং ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হয়েছিল। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।