চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ মে) নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে আসামি মো. ইউনুছ মিয়া সওদাগর ও মো. জায়েদ উদ্দিন সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম জানান, পৃথক মামলায় আসামিদের এক বছর করে সাজা হয়েছিল। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।