চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) নগরীর বাকলিয়া থানাধীন কর্ণফুলী বিসিএস হাউজিং সোসাইটি থেকে আসামি মো. বোরহান আরিফকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।