সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার নির্বাচন করা হয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে।
নিজেদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। খবর বাসসের।
দলের জার্সি পরা সাকিবের ছবিও দিয়েছে বাংলা টাইগার্স। ক্যাপশনে বাংলা টাইগার্স লিখেছে, ‘অপেক্ষা ফুরাল। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা এখন বাংলা টাইগার্সের আইকন।’
বাংলা টাইগার্স আরও লিখেছে, ‘আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত।’
বাংলা টাইগার্সের পোস্টের পর নিজের ফেসবুক পেজে সাকিব লিখেন, ‘টি-টেন লিগের পরের আসরের একজন আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমি আনন্দিত। বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটা সব সময় দারুণ অনুভূতির। নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।’