বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়নশিপ হকি প্রতিযোগিতা-২০২১-এ বিজয়ী হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাদশ। রাজধানীতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে এ খেলার আয়োজন করা হয়।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ হকি ক্লাবের সম্পাদক মো. আ. আহাদ পিপিএম (বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়নশীপ হকি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ডিএমপি একাদশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) একাদশ। শ্বাসরুদ্ধকর এ খেলায় এপিবিএনকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয় ডিএমপি।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) ও বাংলাদেশ পুলিশ হকি ক্লাবের সভাপতি মো. আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হকি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও পুলিশ হেডকায়ার্টার্স, ডিএমপি, এপিবিএন, নৌপুলিশসহ বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সর্বশেষ সংবাদ
- শ্যামপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- পাংশায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
- থানায় জিডির এক ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত করতে হবে : ডিএমপি কমিশনার
- ডিএমপির মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যাঁরা
- বঙ্গারচর নৌ পুলিশের অভিযানে ১৯ লাখ টাকার জাল ধ্বংস
- দেড় লাখ মিটার জাল জব্দ করল চরজানাজাত নৌ পুলিশ
- মাঝিরঘাট নৌ পুলিশের অভিযানে লক্ষাধিক মিটার জাল জব্দ
- বিপুল কারেন্ট জাল পোড়াল বেলতলী নৌ পুলিশ
- ডিবি মতিঝিলের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার
- শাহজাহানপুর থানার অভিযানে ছাত্রলীগের চারজন গ্রেপ্তার