বাংলাদেশ ও ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের আসন্ন চট্টগ্রাম সফর উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর দামপাড়ায় রোববার সিএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।
এতে বাংলাদেশ ও ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের আসন্ন চট্টগ্রাম সফর উপলক্ষে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে জাতীয় দলের খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়।