বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমিরাত থেকে বাংলাদেশ ও ইউএইর ব্যবসায়ীদের আয়োজিত যৌথ ব্যবসা পরিষদে (জেবিসি) ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের অর্থনৈতিক বাজার এখন উন্নত বেসরকারি ইকুইটি ও ফিন-টেক সমাধান দিতে প্রস্তুত রয়েছে। প্রায় ১২ বছর আগে আমরা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এখন তা বাস্তবে পরিণত হয়েছে। আমি এ জন্য আপনাদের আমাদের অংশীদার হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’