পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। এটি নিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সেলর ডেরেক শোলের।
বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। খবর বাংলাদেশ জার্নালের।
এ সময় মন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। এখানে র্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটখাটো। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সাহায্যের কথা দিয়েছে। ভারতের পররাষ্ট্রসচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকেরা বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন বলেও জানান এ কে আব্দুল মোমেন।