জয় উদযাপন করছেন আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। বুধবার (৮ সেপ্টেম্বর) মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাত্র ৯৩ রান করেই অলআউট হয় সফরকারী নিউজিল্যান্ড। জবাবে ৬ উইকেট হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।

নিউজিল্যান্ডের দেওয়া ৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনেই খেলছিলেন নাঈম ও লিটন। প্রথম দুই ওভারে মাত্র ৪ রান আসে। রানের গতি বাড়াতে গিয়ে দুর্বল শট খেলে আউট হন লিটন (১১ বলে ৬)।

এরপর সাকিব আল হাসান (৮ বলে ৮) ও মুশফিক রহিমের (৩ বলে ০) উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। সেখান থেকে ইনিংস মেরামতের দায়িত্ব নেন নাঈম ও ক্যাপ্টেন মাহমুদউল্লাহ।

নাঈমের (৩৫ বলে ২৯) রান আউটে ভাঙে তাঁদের ৩৫ রানের জুটি। তবে আরেক প্রান্তে ঠিকই অটল ছিলেন মাহমুদউল্লাহ। শেষ দিকে আফিফ হোসেনের সঙ্গে অবিচ্ছেদ্য জুটি গড়ে বাংলাদেশকে জয় এনে দেন।

এর আগে, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় কিইউরা। নাসুম ৪ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন এবং মোস্তাফিজ ১২ রান দিয়ে নেন ৪ উইকেট।