জালিয়াতি করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির মাধ্যমে সৌদি আরবে যাওয়ার প্রাক্কালে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগ।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন চকবাজার মোড়ের কাপাসগোলা রোড এলাকা থেকে ১টি বাংলাদেশি পাসপোর্ট, ১টি সৌদি আরবের ওমরা ভিসার অনলাইন কপি, ১টি ঢাকা টু জেদ্দাগামী আন্তর্জাতিক এয়ার টিকিট, ১টি চট্টগ্রাম টু ঢাকাগামী এয়ার টিকিট ও ১টি পুরাতন টাচ মোবাইলসহ নূর মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।