বরিশাল সদর নৌ থানার অভিযানে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
মেঘনা নদী ও বিভিন্ন শাখায় বৃহস্পতিবার অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা।
অভিযানে অননুমোদিত বালুমহাল থেকে একটি ড্রেজার, একটি ট্রলার ও চারটি কোদাল জব্দ করা হয়।
উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো এতিমখানায় বিলি করা হয়।