বরিশাল নগরীতে কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা-পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে পরোয়ানাভুক্ত ১০ আসামিকে। নগরীর বিভিন্ন এলাকা থেকে ১০ মে (শুক্রবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।

গাঁজাসহ গ্রেপ্তার চারজন হলেন মোশরফা বেগম (৩৫), শিমু বেগম (৩৫), আবুল হোসেন (২৩) ও অপ্রাপ্তবয়স্ক এক কিশোরী (১৬)।

বিএমপি মিডিয়া সেল জানায়, বিএমপির কোতোয়ালি মডেল থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ মে (বৃহস্পতিবার) দিবাগত রাত দেড়টার দিকে কোতয়ালি মডেল থানার বৈদ্যপাড়ার পশ্চিম পাশে সিঅ্যান্ডবি রোডে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই চারজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ আসামিকেও গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ।