বরিশাল নগরীতে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি মডেল থানা এলাকায় ২৫ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার দুই আসামির নাম মো. বিপ্লব ওরফে বিপুল (৩০) ও ইকবাল (৩৭)। তাঁদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা-পুলিশের একটি দল ২৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানার ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব ও ইকবালকে গাঁজাসহ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।