বরিশাল নগরীতে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। নগরীর এয়ারপোর্ট থানার নবগ্রাম রোডের ধর্মাদী এলাকা থেকে ৪ এপ্রিল (সোমবার) রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. মিরন খান (২৫)। তাঁর কাছ থেকে ২৫০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
বিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে ডিবির একটি দল বরিশাল নগরীর এয়ারপোর্ট থানার নবগ্রাম রোডের ধর্মাদী এলাকায় অভিযান চালিয়ে ২৫০টি ইয়াবাসহ মিরনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।