বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১০ এপিবিএন) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ১৫ মার্চ (বুধবার) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি অপ্রাপ্তবয়স্ক (১৬)।
১০ এপিবিএন জানায়, বরিশাল মহানগরীতে ১০ এপিবিএন ১৫ মার্চ সকাল পৌনে ৯টা থেকে ওই দিন দিবাগত রাত পৌনে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এই অভিযানের সময় বিএমপির কোতোয়ালি মডেল থানার লঞ্চঘাট এলাকা থেকে রাত সোয়া ১০টার দিকে অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে ১২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।