বরিশাল মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় ভেজালবিরোধী যৌথ অভিযান চালিয়েছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২০ নভেম্বর) সকাল পৌনে ৮টা থেকে বিকেলে ৮টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
এপিবিএন জানায়, বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চার দোকানিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।